মূল ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে কাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদল: ডিআইইউ ছাত্রদল সভাপতি

ডিআইইউ ছাত্রদল সভাপতি
ডিআইইউ ছাত্রদল সভাপতি © টিডিসি ফটো

ছাত্র সংগঠনের কাজই হলো শিক্ষার্থীদের অধিকার আদায়, সুবিধা এবং মেধা বিকাশের জন্য কাজ করা-সেটা হোক সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কিছু কিছু ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির এই নীতিগুলো থেকে সরে গেলেও, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে এই নীতি ও আদর্শে কাজ করে যাচ্ছে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ।

রাকিবুল হাসান চাঁদ বলেন, ‘ফ্যাসিবাদ আমলে শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাসীলীগে পরিণত করে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র রাজনীতিকে তার সোনালী যুগে ফিরিয়ে নেওয়ার জন্য প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসনে শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া অধিকার ফিরিয়ে আনতেই আমরা লড়ছি।’

তিনি জানান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল সম্প্রতি শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে ও স্বার্থ রক্ষার জন্য সাত দফা দাবি উত্থাপন করেছে।

আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলব, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যাতায়াত, ক্লাসরুম সংকট, রিটেক ফি ও স্কলারশিপ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের প্রেক্ষিতে আমরা বিওটি বরাবর স্মারকলিপি  দিয়েছি। ওনারা সমাধানের আশ্বাস দিলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি। তারপরও আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সহনশীলতা ও ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছি। কেউ যদি ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চায়, তবে আমরা কঠোর অবস্থানে যাব ইনশাআল্লাহ।‘

রাকিবুল হাসান চাঁদ আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষা এককভাবে সম্ভব নয়; এজন্য প্রয়োজন ছাত্র সংগঠনের, যা ছাত্র রাজনীতি ছাড়া অসম্ভব। তাই শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্র রাজনীতির বিকল্প নেই।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেকেই আজকাল ছাত্র রাজনীতিকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। অনেকে মনে করেন ছাত্র রাজনীতি মানেই র‌্যাগিং, গেস্টরুম নির্যাতন, হল দখল, সিট বাণিজ্য, গুম-খুন এসবই ছাত্র রাজনীতি। কিন্তু বাস্তবে ছাত্র রাজনীতি হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করা, তাদের মেধা বিকাশের জন্য কাজ করা, এবং তাদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখা। মূল ধারার এই ছাত্র রাজনীতি না থাকার কারণেই আজ ফ্যাসিস্ট শক্তির স্থায়িত্ব বেড়েছে।

তার মতে, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও জাতীয় স্বার্থে ছাত্র রাজনীতির পুনর্জাগরণ এখন সময়ের দাবি। ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে এবং শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মূল ধারার ছাত্র রাজনীতি অপরিহার্য।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাত দফা দাবি:

১। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে মেয়েদের জন্য একজন মহিলা চিকিৎসক নিয়োগ দিতে হবে।

২। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৬(২) অনুযায়ী পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুম রাখতে হবে।

৩। ক্যাম্পাস থেকে নতুন বাজার ও নতুন বাজার থেকে ক্যাম্পাস রুটে বাস বা মাইক্রোবাসের আসন ৮০% পূর্ণ হলেই ছাড়তে হবে এবং দ্রুত সময়ে সিটির ভেতরে ন্যূনতম তিনটি রুটে পরিবহন সেবা চালু করতে হবে।

৪। প্রতিটি ব্যাচের প্রথম সেমিস্টারে স্কলারস এক্সাম গ্রহণ করতে হবে এবং প্রথম হওয়া শিক্ষার্থীকে পূর্ণ ওয়েভার বা প্রথম তিনজনকে বিভিন্ন হারে ওয়েভার দিতে হবে, যা সম্মিলিতভাবে একজনের ফুল ওয়েভারের সমান বা তার চেয়ে বেশি হতে পারে।

৫। কোনো শিক্ষার্থীর পরিবারের উপার্জনক্ষম সদস্য মারা গেলে, সেই শিক্ষার্থীকে টিউশন ফি ব্যতীত পড়াশোনার সুযোগ দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার সময় এই তথ্য সংগ্রহ করতে হবে।

৬। আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় অতিরিক্ত রিটেক, ইমপ্রুভমেন্ট ফি ও হল ভাড়া যৌক্তিকভাবে হ্রাস করতে হবে।

৭। কোনো শিক্ষার্থী সর্বশেষ সেমিস্টার পর্যন্ত টিউশন ফি পরিশোধ করে থাকলে, চলতি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষার সময় ফি পরিশোধে অক্ষম হলেও ফাইনালের পূর্ব পর্যন্ত সময় দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিতে হবে। এ বিষয়ে সময় চেয়ে আবেদন করলে, কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না।

রাকিবুল হাসান চাঁদ বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভ্যুত্থানের পর থেকেই প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের রাজনীতি প্রথমে শিক্ষার্থীদের জন্য, এরপর দেশ ও দলের জন্য।