নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার; তেঁতুলিয়ার তীরে অস্থায়ী ইলিশের হাট!

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার মহোৎসব
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার মহোৎসব © টিডিসি ফটো

ইলিশের প্রজনন মৌসুম রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুতে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদফতর। তবে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর চল্লিশ কিলোমিটার এলাকার দেখা গেছে ভিন্ন চিত্র। নিষেধাজ্ঞা অমান্য করেই  অবাধে চলছে ইলিশ ধরার মহোৎসব। নদীর তীরে হাট মিলিয়ে বিক্রি করার চিত্র নিত্যদিনের।

সরেজমিনে দেখা গেছে, ৪ অক্টোবর নিষেধাজ্ঞা জারির দিন থেকে ২১ অক্টোবর পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে নৌকা নিয়ে অসাধু জেলেরা অবাধে মাছ শিকার করছেন। তাদের জালে উঠছে ঝাটকা ও ডিম ওয়ালা ইলিশ।

গতকাল (২১ অক্টোবর) সন্ধায় ধুলিয়া লঞ্চঘাট ঘাটের ডান পাশে ছিলো পুলিশ পাহারা, অপরদিকে ঘাটের বা'পাশেই বাজার মিলিয়ে বিক্রি হয়েছে ইলিশ ও ঝাটকা। প্রকাশ্যে তা কিনে ব্যাগে করে নিয়েও যাচ্ছেন স্থানীয়রা।

বিশেষজ্ঞদের মতে, এভাবে ইলিশ ধরার ফলে ইলিশের প্রজনন বৃদ্ধি ক্রমাগত কমে যাচ্ছে। যার ফলে সারাবছর বাজারে চাহিদানুযায়ী ইলিশ পাওয়া যায় না। যখন ইলিশের চাহিদা বেশি থাকে তখন দামও বেড়ে যায়। এছাড়াও বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।

বাউফল উপজেলা মৎস্য বিভাগের অভিযানের তথ্য বলছে, ইলিশ শিকারের অপরাধে এ পর্যন্ত মোট ৭৬ জন জেলেকে শাস্তি দেয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে ২৮ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে২৮ জন, অর্থদণ্ডে মুক্তি পেয়েছেন ৩৫ জন জেলে এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১৩ শিশুকে মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়। মোট অভিযান পরিচালনা করা হয়েছে ৯২ টি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ১৮ টি। জেলেদের থেকে মোট জরিমানা আদায় হয়েছে ৩লাখ ৩৬ হাজার টাকা।

এ বিষয়ে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক বড় নদী এলাকায় সবসময় আমার পক্ষ্যেতো যাওয়া সম্ভব হয়না। তাই অসাধু জেলেরা সুযোগ বুঝে নেমে পড়েন। তবে আমরা কাউকে কোনো ধরনের সুযোগ দিচ্ছিনা। আর বাজার মিলিয়ে বিক্রির সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে জেনে সেখানে থাকা আমাদের টহল দলকে জবদিহিতার আওতায় নেওয়া হবে৷

বিষয়টি সম্পর্কে জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সংযোগ পাওয়া সম্ভব হয়নি। আমাদের পরিচয় দিয়ে, কথা বলার প্রসঙ্গ তাকে খুদে বার্তায় জানালে— তিনি আমাদের নম্বর ব্লোকলিস্টে যুক্ত করে দেন।