শিক্ষকদের আন্দোলনের পর সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানাল সিএমইআর

সিএমইআর
সিএমইআর © লোগো

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন এন্ড রিসার্চ এর পরিচালক উস্তায মু. নূরুল্লাহ এবং চিফ কোর্ডিনেটর জনাব মাও. ইমরান মাহমুদ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন এন্ড রিসার্চ কো-অর্ডিনেটর (মিডিয়া ও পাবলিকেশন) মাও. আব্দুর রহিম হোসাইন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যৌথ বিবৃতিতে তারা বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, দেশের শিক্ষক সমাজের দীর্ঘদিনের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলন  সফল হয়েছে। এই আন্দোলন ছিল শিক্ষার মান রক্ষায়, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি সুস্থ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য এক যুগান্তকারী  উদ্যোগ। 

চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

আমরা সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন এন্ড রিসার্চ (সিএমইআর) এর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একই সাথে চলমান আন্দোলনে একজন শিক্ষকের অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং অসংখ্য শিক্ষক যারা অসুস্থ হয়েছেন তাদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি। 

শিক্ষকদের ঐক্যবদ্ধতা, শান্তিপূর্ণ কর্মসূচি, এবং দায়িত্বশীল অবস্থান প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবতা অনুধাবনে বাধ্য করেছে। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।  আমরা এই অর্জনকে গণতান্ত্রিক অধিকার চর্চার একটি মাইলফলক হিসেবে দেখি। এই আন্দোলনের সফলতায় আমরা আন্দোলনের নেতৃবৃন্দ,  আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ এবং গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জানাই। 

আমরা আশা করি, এই অর্জনের ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও শ্রেণিকার্যক্রম আরও সুসংহত হবে। শিক্ষকরা আবার প্রাণবন্ত শ্রেণিকক্ষে ফিরে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং সকলের সহযোগিতায় একটি সুন্দর শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।

প্রসঙ্গত, বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে টানা আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ অর্থ মন্ত্রণালয় ১৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর বাড়িভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সরকারের এই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ–প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সব আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করা হলো। আগামীকাল থেকে আমরা শ্রেণিকক্ষে ফিরছি।’