বিশেষ কায়দায় গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- ২১ অক্টোবর ২০২৫, ২১:১৫
নরসিংদীর পলাশে অভিনব কৌশলে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক মাদক ব্যবসায়ী। ওই ব্যক্তির নাম রাকিব হোসেন (৩২), তিনি ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন কাঠমিস্ত্রি ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর বিকেলে ঘোড়াশাল কড়াতল এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার অণ্ডকোষে বাঁধা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পলাশ থানার ওসি মনির হোসেন জানান, রাকিব হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। গত মাসেও অভিযান চালিয়ে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল। দুইদিন আগে জামিনে মুক্তি পেয়েই সে আবারও একই কাজে জড়িয়ে পড়েন।
পুলিশের ভাষ্য, রাকিবের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।