প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে মন্ত্রণালয়ে কনসালটেশন সভা চলছে

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় নিয়ে কনসালটেশন সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা দিকে এ মন্ত্রণালয়ের এ সভা শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ৫২ মিনিট) এখনো মিটিং চলমান রয়েছে। 

সভায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, ইউজিসি সদস্য ড. তানজিম উদ্দিন খান, সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন। 

 জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া নিয়ে শিক্ষার্থীদের মতামত শুনতেই এ সভার আয়োজন করেছে মন্ত্রণালয়। 

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ঢাকার সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। পরে এ অধ্যাদেশ প্রকাশ করে অংশীজনদের মতামত চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

প্রসঙ্গত, কলেজ সাতটি হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।