শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল

করিমগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে শিক্ষকদের বিক্ষোভ
করিমগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে শিক্ষকদের বিক্ষোভ © টিডিসি

শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদে এবং শিক্ষা উপদেষ্টার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে করিমগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

‎সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন করিমগঞ্জ গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্যসচিব মো. কবির উদ্দিন মিলকি, গুজাদিয়া আব্দুল হেলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল হামিদ ফকির, হাতরাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, নামশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বাঁশকানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. মাহাতাব উদ্দিন, কান্দাইল দারুস সালাম দাখিল মাদ্রাসা সুপার আবু বকর সিদ্দিক প্রমুখ৷

‎বক্তারা শিক্ষকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাঁরা দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।