পে কমিশনের সঙ্গে বসছে কর্মকর্তা-কর্মচারীদের ৩ সংগঠন
- ২১ অক্টোবর ২০২৫, ১৭:২৪
নতুন পে স্কেল প্রণয়নে নিজেদের প্রস্তাব নিয়ে নবম পে কমিশনের সঙ্গে বসছে বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন সংগঠন। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের ১নং পুরাতন ভবনের সম্মেলন কক্ষের ৩০৪ নং রুমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন এসোসিয়েশন/সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভার অংশ হিসেবে এই বৈঠক হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সঙ্গে সকাল ৯টায়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সঙ্গে সকাল সাড়ে ৯টায় এবং বাংলাদেশ পেনশনার এন্ড রিটায়ার্ড এসোসিয়েশনের সঙ্গে সকাল ১০ টায় মতবিনিময় করবে কমিশন।
১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সভাপতি মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিশন মতবিনিময়ের জন্য আমাদেরকে ডেকেছেন। আমরা সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা এবং গ্রেড ভেঙে ১৩টি করার প্রস্তাব করবো। পাশাপাশি আমাদের দাবির যৌক্তিকতাও তুলে ধরব।