নাটকীয় রঙ ছড়িয়ে আউট নাসুম
- ২১ অক্টোবর ২০২৫, ১৬:৪১
গুড়াকেশ মোতির ওভারটিতে যেন নাটকীয়তার সব রং ছড়ালেন নাসুম আহমেদ। ওভারের প্রথম বলেই লং অনে বিশাল ছক্কা মেরে দর্শকদের তাক লাগিয়ে দেন এ বাঁহাতি। পরের বল কাভার অঞ্চলে ঠেলে দুই রান।
মনে হচ্ছিল, দলের জন্য ছোট একটা জ্বলে ওঠা ইনিংস উপহার দেবেন তিনি।কিন্তু নাটকের ক্লাইম্যাক্স এল তৃতীয় বলেই। গুড়াকেশের শর্ট বলটি অল্প আগেভাগে খেলতে গিয়ে টাইমিং হারান নাসুম। বল উঠে গিয়ে শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা খারি পিয়েরের হাতে জমা পড়ে। এতে শেষ হয় নাসুমের লড়াকু ইনিংস, ২৬ বলে ১৪ রান করে ফেরেন এই স্পিনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ছন্দে থাকা সাইফ হাসানের ব্যাট এবার কথা বলেনি। মাত্র ৬ রান করে ফেরেন সাজঘরে। প্রথম ম্যাচে ঝলমলে ফিফটি করা তাওহীদ হৃদয় এবার থামেন ১২ রানে। তাকে অনুসরণ করলেন নাজমুল হোসেন শান্তও, দুটি চারের শটে শুরুটা আশাব্যঞ্জক হলেও, ১৫ রানে থেমে যায় তার ইনিংস।
আগের ম্যাচেই অভিষিক্ত অঙ্কন এবার দেখাতে চেয়েছিলেন আক্রমণাত্মক মেজাজ। কিন্তু বড় শট খেলতে গিয়েই থামেন ১৭ রানে। একই পরিণতি সৌম্য সরকারেরও। চোখে পড়ার মতো ব্যাটিং করলেও, অপ্রয়োজনীয় এক শটে সীমানার কাছেই ধরা পড়েন। ৮৯ বলের মন্থর ইনিংসে করেন ৪৫ রান, মারেন ৩ চার ও ১ ছক্কা।