ঢাবিতে ভর্তি: এক ইউনিটের আবেদন ফি বাড়ল, অন্যগুলোর কত

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভর্তি প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৫ বুধবার দুপুর ১২টা থেকে ১৬ নভেম্বর ২০২৫ রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে মোট ৫টি ইউনিটে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ঢাবিতে বিজ্ঞান; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে গতবারের ধারাবাহিকতা বজায় রয়েছে।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

এছাড়া, আইবিএ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার আবেদন ফি-এর পরিমাণও অপরিবর্তিত রেখে ১ হাজার ৫০০ টাকাই রাখা হয়েছে।

অন্যদিকে, শুধু চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের জন্য ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫০ টাকা আবেদন ফি ধরা হয়েছে। গত বছর যেটির পরিমাণ ছিল ১ হাজার ৫০ টাকা।

নিয়ম অনুযায়ী, চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে।

জানা গেছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।