২০২ রানে অলআউট শ্রীলঙ্কা, জিততে পারবে তো বাংলাদেশ?

বাংলাদেশ দল
বাংলাদেশ দল © সংগৃহীত

ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন পেসার মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তুর আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ফিফটির আগে তাকে ফিরিয়ে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ।

এরপরও হাসিনি পেরেরার দৃঢ়তায় বড় রানের পথে এগোচ্ছিল লঙ্কানরা। তবে শেষ দিকে স্বর্ণা আক্তারের নেতৃত্বে অসাধারণ বোলিংয়ে মাত্র ২৮ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে ২০২ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।

সোমবার (২০ অক্টোবর) নেভি মুম্বাইয়ে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইংয়ে উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। রিভিউ নিয়ে ওপেনার ভিসমি গুনারত্নাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এরপর চাপ সামলে চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা গড়েন ৭২ রানের জুটি। তবে আতাপাত্তু ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার পরই ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর দ্রুতই হার্সিতা সামারাবিক্রমা রান আউট হন এবং কাভিশা দিলহারি ৪ রানে নাহিদা আক্তারের শিকার হন।

১ উইকেটে ৭২ থেকে শ্রীলঙ্কা নেমে আসে ৪ উইকেটে ১০০ রানে। এরপর পঞ্চম উইকেটে পেরেরা ও নিলাকশিকা সিলভা যোগ করেন আরও ৭৪ রান। কিন্তু সেই জুটিও ভাঙেন বাংলাদেশের লেগ স্পিনার স্বর্ণা আক্তার। পেরেরা ও সিলভাকে ফিরিয়ে দেন তিনি।

শেষ ২৮ রানে ৬ উইকেট হারিয়ে ৪৮ দশমিক ৪ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। স্বর্ণা আক্তার ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। রাবেয়া খান নেন দুটি, আর নাহিদা, মারুফা ও নিশি নেন ১টি করে উইকেট।