ঢাবিতে ট্রেডিশনাল চাইনিজ চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনার

বক্তব্য রাখছেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা
বক্তব্য রাখছেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘দ্য ইন্ট্রোডাকশন অব ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অ্যান্ড মেডিকেল প্র্যাকটিসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফার্মেসী অনুষদ লেকচার থিয়েটারে ফার্মেসী অনুষদ এবং সেন্টার ফর চায়না স্টাডিজের (সিসিএস) যৌথ উদ্যোগে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, চীনের সাংহাই ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল অ্যান্ড চাইনিজ মেডিসিনের অধ্যাপক ড. হাইলি ঝাও ও অধ্যাপক ড. ইলি এমডি ক্যান্সার চিকিৎসা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আধুনিক চিকিৎসার ব্যয় দিন দিন বাড়ছে, যা সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। ট্র্যাডিশনাল ও আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে সমন্বয় ঘটাতে পারলে চিকিৎসা ব্যয় কমানো সম্ভব হবে।

এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তিনি। সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

সেমিনারের ২য় সেশনে আকুপাংচার চিকিৎসা পদ্ধতি বিষয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।