৪৯তম বিসিএসের ভাইভা শুরু ২ নভেম্বর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (১৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, এ দিন রাতে  শিক্ষার এই বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  এতে ৬৮৩টি পদের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ প্রার্থী।

মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।