গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক

হুথি বিদ্রোহী
হুথি বিদ্রোহী © সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে এনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেছে হুথিরা। খবর দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রতিবদনে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তবে রবিবার জিজ্ঞাসাবাদ শেষে আরও ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সানায় জাতিসংঘের ভবনে এটি ছিল হুথিদের দ্বিতীয় অভিযান।

আটক কর্মীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্য, যার মধ্যে আছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হুথি বিদ্রোহী ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন ‘যাতে দ্রুত এই গুরুতর পরিস্থিতির সমাধান করা যায়, আটক সকল কর্মীকে মুক্তি দেওয়া হয় এবং সানার কার্যালয়ের ওপর জাতিসংঘের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়।‘

 জাতিসংঘের আরেক  কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিদ্রোহীরা কার্যালয় থেকে সব যোগাযোগ সরঞ্জাম ফোন, সার্ভার ও কম্পিউটার—জব্দ করেছে।

এদিকে হুথি বিদ্রোহীদের দাবি আটক জাতিসংঘ কর্মী, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি দূতাবাসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত। তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। জাতিসংঘ এসব অভিযোগ অস্বীকার করেছে।

চলতি বছরের জানুয়ারিতে আট কর্মীকে আটক করার পর জাতিসংঘ সা’দা প্রদেশে তাদের কার্যক্রম স্থগিত করে। পরে সংস্থাটি তাদের শীর্ষ মানবিক সমন্বয়ককে রাজধানী সানা থেকে স্থানান্তর করে উপকূলীয় শহর এডেনে নিয়ে যায়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের অস্থায়ী প্রশাসনিক অঞ্চল।