জবি শিক্ষার্থী হত্যায় গভীর শোক ছাত্রশিবিরের, দোষীদের দ্রুত গ্রেফতার দাবি
- ২০ অক্টোবর ২০২৫, ০২:২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন জবি শাখা ছাত্র শিবির। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১ টায় এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে নৃশংস পন্থায় ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকালে টিউশনে যাওয়ার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখপ্রকাশ করছে।
জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সভাপতি ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।
যৌথ এই বিবৃতিতে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, 'ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসীরা একজন মেধাবী শিক্ষার্থীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও নেতৃত্বদায়ী তরুণদেরকে যারা পরিকল্পিত ভাবে হত্যা করছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের এই ব্যর্থতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।'
বিবৃতিতে তারা 'হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তাঁর মাগফিরাত কামনা করেন।
এর আগে, রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে ওই বাসায় ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।