ডিআইইউতে ব্রেস্ট ক্যানসার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
- ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. অনন্যা সরকার ও ডা. জামান উম্মে হুমায়রা।
সেমিনারে বক্তারা ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সময়মতো সচেতনতা এবং সঠিক চিকিৎসা গ্রহণই এই মরণব্যাধি থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।
ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন্স ম্যানেজার আরিফুল হক বলেন, ‘আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্রেস্ট ক্যানসার সচেতনতা বাড়াতে নানান উদ্যোগ নিয়েছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনসচেতনতা সৃষ্টি, যেখানে তরুণ প্রজন্ম বড় ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই আজ ডিআইইউতে এই সেমিনারের আয়োজন করেছি। এই মাসজুড়ে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও এনজিওর সঙ্গে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, সামান্য সচেতনতাই ভবিষ্যৎ প্রজন্মকে ব্রেস্ট ক্যান্সারের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পারে। ইউনাইটেড মেডিকেল কলেজ সব সময়ই জনসচেতনতা ও স্বাস্থ্যখাতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।