বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৭ পরামর্শ

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দেরি নেই খুব বেশি দিন। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে যাচ্ছে চলতি মাসেই। এ সময়টা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ পরামর্শ। 

১. প্রয়োজনীয় সব সূত্র, তথ্যাবলি বা সংক্ষিপ্তরুপ একটি কাগজে লিখে রাখতে হবে। নোট তৈরি করে রাখলে পরীক্ষার পূর্ববর্তী সময়ে তা খুব সহজেই একবারে পড়া সম্ভব। 

২. বিগত সালের প্রশ্নসমূহ বারবার অনুশীলন কর। এতে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যাবে। এমনকি অধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও অনেকাংশ পড়া হয়ে যাবে। 

৩. অনলাইন বা অফলাইনে অনেক জাইয়গাতেই মডেল টেস্ট দেওয়া সুযোগ রয়েছে। মডেল টেস্ট দিলে পরীক্ষাভীতি কিছুতা দূর হয় আবার নিজের প্রস্ততি ও ঘাটতি সম্পর্কেও অবগত হওয়া যায়।

৪. নিজের সারাদিনের কাজের একটি রুটিন তৈরি করে অনুসরণ করে চলা উত্তম। এতে সময়ের মধ্যেই সব কাজ করা হয়ে যাবে। এমনকি রুটিন অনুসারে পড়ার অভ্যাস করা ভবিষ্যতেও কাজে দেবে।

৫. যতটা সম্ভব ইলেক্ট্রনিক ডিভাইস যেমন- মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার বা টেলিভিশন থেকে নিজেকে বিরত রাখা। প্রয়োজন ব্যাতীত এগুলো ব্যবহার না করা। কেননা এই মুহূর্তে এক সেকেন্ড ও সময় নষ্ট করা যাবে না। 

আরও পড়ুন : প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের আবেদনে পদে পদে ভোগান্তি চাকরিপ্রার্থীদের

৬. নিজের প্রতি আত্নবিশ্বাসী হতে হবে। কোনোক্রমেই মনোবল হারানো যাবে না। 

৭. নিজের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের প্রতিইই যত্নশীল হতে হবে।