স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯০ হলেই আবেদন

স্কলারশিপে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই
স্কলারশিপে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ইউরোপ ও ইউরোপের বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছে। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬।

ইউনিভার্সিটি অব টোয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ অ্যাকাডেমিক শিক্ষাআইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব টোয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়। এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।

সুযোগ-সুবিধা

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য সর্বনিম্ন € ৩,০০০ ইউরো  থেকে সর্বোচ্চ  € ২২,০০০ ইউরো  প্রদান করবে। 

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে ২০২৬/২০২৭ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টোয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর একটিতে ভর্তি হতে হবে; 

*স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯০ থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়ে, আবাসনসহ মিলবে নানা সুবিধা

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেয়ে গেলে, আবেদনকারী তার স্টুডেন্ট আইডি  নম্বরসহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬।