বিইউপি ভর্তি পরীক্ষা

ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে আলাদা পরীক্ষা হবে বিবিএ জেনারেলের

বিইউপির ভবন ও লোগো
বিইউপির ভবন ও লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিবিএ জেনারেল বিভাগের ভর্তি পরীক্ষা ব্যবসায় অধ্যয়ন অনুষদ থেকে পৃথকভাবে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জানুয়ারি সকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। গত ১৫ অক্টোবর বিইউপি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ও ম্যানেজমেন্ট স্টাডিজ-এই চারটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি। ওইদিন বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

অপরদিকে বিবিএ (জেনারেল) বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। একই সাথে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার্সে ভর্তির পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ৭টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চারটি বিভাগের পরীক্ষা।

পরদিন সকালে ১০টা থেকে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৫টি বিভাগ এবং দুপুরে দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চারটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নতুন করে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ যুক্ত হচ্ছে।

১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের বিবিএ জেনারেল ও মাস্টার্স এবং বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নতুন যুক্ত হওয়া ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের ফার্মাসি বিভাগরে পরীক্ষা।