অবশেষে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে
কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে © বিমানবন্দরে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করা হয়।

বিমান উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন সম্পূর্ণ নিভে গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে।

এ ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

এতে আরও বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।