দাবি আদায়ে শহীদ মিনারে অভিনব প্রতিবাদ শিক্ষকের
- ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৫৭
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে গত ৭দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে অনড় এই শিক্ষকরা শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কালো পতাকা মিছিল করেছেন।
এদিকে আদায় না হওয়ায় ভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন এক শিক্ষক। প্রতিবাদ হিসেবে তিনি তার মাথার চুল কেটে ফেলেছেন। সরকার শিক্ষকদের দাবি না মানায় ক্ষোভ প্রকাশের অনন্য উপায় হিসেবে তিনি এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
প্রতিবাদ প্রসঙ্গে ওই শিক্ষক বলেন, আমার মনে হয়েছে রাষ্ট্র আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে, তাই একটি ভিন্ন রকম প্রতিবাদ হওয়া উচিত। তাই আমি প্রতিবাদের ভাষা হিসেবে চুল কাটা বেছে নিয়েছি। আমাকে কেউ ফোর্স করেনি বা কেউ প্ররোচিতও করেনি। আমি কারও মতামত নিয়ে এটি করিনি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।
উল্লেখ্য, শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।