হাবিপ্রবিতে ফিউচারনেশনের এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস অনুষ্ঠিত
- ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৫২
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ফিউচারনেশন এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস’। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১-এ আয়োজিত কর্মশালা প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান, প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান।
সভাপতিত্ব করেন ফিউচারনেশন হাবিপ্রবি শাখার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ফারুক হাসান।
কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আবদুল কাইয়ুম। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস গঠন এবং চাকরির বাজারে প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ঢাকা থেকে এত দূরের একটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এমন আয়োজন করায় ইউএনডিপিকে ধন্যবাদ। আমাদের শিক্ষকরা চার বছর ধরে শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যা দিয়েছেন। যারা পরিশ্রম করেছে, তারা ভবিষ্যতে কখনোই বেকার থাকবে না।”
কর্মশালায় শিক্ষার্থীদের জন্য গ্লোবাল স্কলারশিপ ও ওপেন কোর্সে অংশগ্রহণের সুযোগ, প্রফেশনাল জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির প্রশিক্ষণ, নিজের দক্ষতার স্ব-মূল্যায়ন, চাকরির প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার সুযোগ, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা কোর্সে অংশগ্রহণের সুযোগ (যা আন্তর্জাতিকভাবে আইইএলটিএস ৭ স্কোরের সমতুল্য হিসেবে বিবেচিত হয়) থাকবে বলে জানায় আয়োজকরা।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও এমন কর্মশালার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।