কার্গো ভিলেজে আগুন

শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত

আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে
আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। এ ছাড়া পথে রয়েছে আরও ১১টি ইউনিট।

কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে।