ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক
- ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৯
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাইল উপজেলা সদরের বিকালবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে পুকুরে গোসল করা নিয়ে বাগবিতণ্ডার জেরে সুলতানপাড়া ও ছোট দেওয়ানপাড়ার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু সন্ধ্যায় দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়লে তা ব্যাপক আকার ধারণ করে।
সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুরুজ বলেন, সকালে পুকুরে গোসল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করি। কিন্তু সন্ধ্যায় আবারও সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, পুকুরে গোসল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।