তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল

বেরোবিতে মশাল মিছিল
বেরোবিতে মশাল মিছিল © টিডিসি ফটো

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘তিস্তা নিয়ে টালবাহানা চলবে না’, ‘ন্যায্য পানি ভিসা দিতে হবে’—সহ নানান দাবিমুখী স্লোগান।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আজও তিস্তা পাড়ের মানুষের লাখো দুর্ভোগ শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে, নির্বাচনী তফসিলের আগেই আমরা তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধন দেখতে চাই। ত্রাণ নয়, তিস্তার মানুষ স্থায়ী সমাধান চায়। তাই অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে।‘

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘স্বাধীনতার পর থেকেই ভারতের সাথে সম্পৃক্ত নদীগুলোতে বাঁধ দিয়ে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ভারত। একের পর এক বাঁধ দিয়ে উত্তরবঙ্গের পাঁচটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশকে পঙ্গু করার লক্ষ্যে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তারা সতর্ক করে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।