বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে ফোন হারালেন ড্যাফোডিলের ছাত্রী, অতঃপর...
- ১৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৬
নিখোঁজের এক দিন পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস দ্যুতি নিরাপদে ফিরে এসেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি স্বেচ্ছায় দত্তপাড়ার ভাড়া বাসায় ফিরে আসেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি চারজন স্কুলের বান্ধবীকে নিয়ে গাজীপুরে ঘুরতে গিয়েছিলেন এবং মোবাইল ফোন হারিয়ে ফেলায় যোগাযোগ সম্ভব হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দ্যুতির পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবারের পক্ষ থেকে সাভার থানায় যোগাযোগ করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা সৃষ্টি করে এবং শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের আহ্বান জানাতে থাকেন। পরে আজ দুপুর ১২টার দিকে দ্যুতি দত্তপাড়ার ভাড়া বাসায় ফিরলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং দুজন নারী ডিবি পুলিশ সদস্য সেখানে পৌঁছে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসেন।
জানা যায়, ফেরার পর দ্যুতি জানান, তিনি তার চারজন স্কুলের বান্ধবীসহ গাজীপুর এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় আকস্মিক কারণে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল রুমে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে তার মাকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর অধ্যাপক ড. শেখ মো. আল্লাইয়ার বলেন, ‘নিখোঁজ নারী শিক্ষার্থীকে ১২টার দিকে পাওয়া গেছে। সে জানিয়েছে, স্কুলের বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল এবং মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, তাই যোগাযোগ সম্ভব হয়নি।’
দুতির এক সহপাঠী জানান, দ্যুতি ঘুরতে গিয়ে মোবাইল হারিয়ে ফেলেন। তাই কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।