জুলাই সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভুত পরিস্থিতি সম্পূর্ণ অনভিপ্রেত: মঈন খান

মঈন খান
মঈন খান © সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন কিন্তু সেটা বড় কথা নয়, বরং আমি মনে করি সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই আজ হঠাৎ সবকিছুতেই একমত হয়ে যাবে, এটাও কোন বাস্তবতা নয় । সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে।

তিনি বলেন, আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না অথবা কেনইবা ফোকাল পয়েন্ট থেকে ডাইগ্রেস করে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দিলাম ! তাছাড়া আরও প্রশ্ন আসবে, যাদের ওপরে এই সমন্বয়ের গুরু দায়িত্ব দেয় হয়েছিল, তারা কি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন ছিল না ? আরও প্রশ্নও আসতে পারে যে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল এক্সারসাইজে যাবার আদৌ কোনও প্রয়োজন ছিল নাকি সেটা স্বল্পতম সময়ে অনুষ্ঠিত একই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে তুলে দেয়া অধিক যুক্তিযুক্ত হতো?