দীপু মনি-নওফেলের পথে হাঁটছেন শিক্ষা উপদেষ্টা: আজীজি

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি © টিডিসি ফটো

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দীপু মনি-নওফেলের পথে হাঁটছেন বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, বিগত সময়ে দীপু মনী এবং নওফেল যে পথে হেঁটেছেন, ঠিক এই পথেই আবরার সাহেব হাঁটা শুরু করেছেন। কথা বলার প্রয়োজন হলে শহীদ মিনারে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে করবেন, কিন্তু আপনি তাদের সঙ্গে কথা না বলে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতার সঙ্গে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, খোদ উপদেষ্টা এই আন্দোলন বানচালের করার জন্য নিজে ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। আমরা কোনও ষড়যন্ত্রে পা দেব না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে ফিরে যাবো।