জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার দাবিতে রাতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ
- ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৯
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন কিছু তরুণ। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও প্রাধান্য দিতে হবে। এ দাবি মেনে না নিলে শুক্রবার সকাল ১০টার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে সিদ্ধান্ত চান তারা। দাবি না মানা হলে জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহত করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে অন্তর্বর্তী সরকার এ আয়োজন করেছে।
বৃহস্পতিবার রাত একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে দেখা যায়, বিক্ষোভকারীরা কেউ রাস্তায় বসে, কেউ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া মোয়াজ্জেম হোসেন বলেন, জুলাই সনদে আমাদের কোনো আইনি সুরক্ষা বা প্রাধান্য দেওয়া হয়নি। তাই সকাল ১০টার মধ্যে কমিশন ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের এখানে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে, নইলে সনদ অনুষ্ঠান আমরা হতে দেব না।
বিক্ষোভের বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলেন, জুলাই যোদ্ধারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সরে যেতে অনুরোধ করা হয়েছে, তবে তারা সরেননি।
তিনি জানান, বিক্ষোভকারীরা দক্ষিণ প্লাজার ফটকের বাইরে অবস্থান নিয়েছেন, ফলে অনুষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।