সাতক্ষীরায় এইচএসসিতে সরকারি কলেজ শীর্ষে
- ১৬ অক্টোবর ২০২৫, ২১:৫৬
এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরায় ফলাফলে শীর্ষে উঠেছে সাতক্ষীরা সরকারি কলেজ। অন্যদিকে তুলনামূলকভাবে দীর্ঘদিনের সুনামধন্য সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ফলাফল হতাশাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ১ হাজার ১৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯০৫ জন। ফেল করেছেন ২৪৮ জন। পাসের হার ৭৮ দশমিক ৪৯ শতাংশ। এ কলেজ থেকে মোট ১৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি বিভাগেই ফলাফল মোটামুটি সন্তোষজনক। শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ফলেই এই অর্জন।
অপরদিকে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে এ বছর ফলাফল আশানুরূপ হয়নি। এ কলেজ থেকে ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৩৭ জন। পাসের হার ৫০ শতাংশ। এ প্লাস পেয়েছে ১৬ জন শিক্ষার্থী।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু বলেন, ‘ফলাফল হতাশাজনক। শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত না হলে ভালো ফলাফল আশা করা যায় না। আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসমুখী হোক, তাহলেই পরিবর্তন সম্ভব।’
এদিকে জেলার তিনটি বেসরকারি কলেজে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান হলো—সাতক্ষীরা ইসলামিয়া মহিলা কলেজ, আখড়াখোলা আদর্শ কলেজ এবং সাতক্ষীরা কমার্স কলেজ।
জেলার সার্বিক ফলাফল সম্পর্কে জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘জেলাজুড়ে ফলাফল কিছুটা হতাশাজনক। আমরা ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী সময়ে শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’