এখনো শুরু হয়নি রাকসুর ভোট গণনা, বাড়ছে প্রার্থীদের ভিড়

ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থী
ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থী © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ছয়টায় ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। এদিকে ভোট গণনা কেন্দ্রের সামনে ভিড় জমাচ্ছেন রাকসুর প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ভোটগণনার কেন্দ্র কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে এমন চিত্র দেখা যায়। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনার জন্য কেন্দ্রের সামনে বসানো হয়েছে জায়ান্ট স্কিন এলইডি বসিয়েছেন নির্বাচন কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘রাকসু নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। সারাদিনের কাজ নিয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন থাকায় ভোট গণনা শুরু করতে কিছুটা দেরি হচ্ছে তবে অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করব। যতদ্রুত সম্ভব আমরা রাকসু নির্বাচনের ফলাফল দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের পর্যাপ্ত জনবল আছে।’

তিনি আরও বলেন, ‘স্বচ্ছ পদ্ধতিতে ভোটগণনা দেখার জন্য আমরা জায়েন্ট স্কিন এলইডি বসিয়েছি যেন শিক্ষার্থীরা সবকিছু দেখতে পারেন। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।’