রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, ৩৫ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৫২
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ কম।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ৮৮৭ জন, পাস করেছে ৭৭ হাজার ৭৪২ জন।
গত বছর (২০২৪) পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। করোনা-পূর্ববর্তী ২০১৯ সালেও পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ সাত বছরের তুলনায় ২০২৫ সালের ফলাফল সবচেয়ে নিচে নেমে এসেছে।
আরও পড়ুন: এইচএসসির বিগত ফলাফলগুলোয় গলদ ছিল: আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি
ফল বিশ্লেষণে দেখা গেছে, মেয়েরা এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে আছে। এ বছর মোট ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৮০০ জন এবং ছাত্রী ৫ হাজার ৬৮২ জন। রাজশাহী বোর্ডে এবার ৩৫টি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠানের ফলাফল শূন্য শতাংশ। এছাড়া ৩৫টি কলেজে ১০০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, ‘এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ও কঠোর মূল্যায়নে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি। আমরা আগামী বছর থেকে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন কাঠামো আরও উন্নত করার উদ্যোগ নিচ্ছি। এছাড়াও রেজাল্ট এর সার্ভার নিয়েও কাজ করেছি এবার। খাতা পুনর্মূল্যায়ন এর জন্য এবার শিক্ষাবোর্ড একটি সফ্টওয়্যার প্রকাশ করে সেখানেই আবেদন করতে হবে। পুরাতন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরি, অফিসমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো : আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপ-পরিচালক (হি.ও.নি) মো. ইব্রাহিম হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।