এইচএসসিতে সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে, কম সিলেটে
- ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৩
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে সবচেয়ে কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন সিলেট বোর্ডে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৩ জন; ছাত্রী ৩৭ হাজার ৪৪জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
বোর্ডভিত্তিক জিপিএ-৫ ফলাফল বিশ্লেষণ: এ বছর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৬৩ জান। অন্যদিকে সবচেয়ে কম জিপিএ-৫ সিলেট বোর্ডে। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।
এছাড়া রাজশাহী বোর্ডে ১০ হাজার ১৩৭ জন, দিনাজপুর বোর্ডে ৬ হাজার ২৬০ জন, চট্টগ্রাম বোর্ডে ৬ হাজার ৯৭ জন, যশোর বোর্ডে ৫ হাজার ৯৯৫ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জন, কুমিল্লা ২ হাজার ৭০৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৮৪ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৬৭৪ জন, কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন।