রাকসু নির্বাচন

৭০ শতাংশের বেশি ভোটকাস্ট হওয়ার আশা ভিসির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব জানিয়েছেন, রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার অত্যন্ত উৎসাহজনক হবে। আগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুযায়ী এখানে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হওয়ার আশা করা যায়। ভোটের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবধরনের প্রস্তুতি নিয়েছে এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ আশা করছেন।

বুধবার (১৬ অক্টোবর) জুবেরী ভবনে প্রদর্শনের পূর্বে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো নির্বাচন হয়েছে সেগুলোতে ৭০% এর বেশি ভোটকাস্ট হয়েছে সেই অনুযায়ী আমরা প্রত্যাশা করতে পারি আর সেই অনুপাতে ভোটকাস্ট হতে পারে। তার বেশি হলে তো ভালো। আমরা আশা করছি তার চেয়ে বেশি উপস্থিতি হবে।

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আপনারা দায়িত্বশীলতার সাথে নির্বাচন কাভারেজ করছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। চুবেরি ভবন দিয়ে হল পরিদর্শন করা শুরু করলাম এখন পর্যন্ত মোটামুটি নির্বাচনের মাঠ ভালই দেখা যাচ্ছে। আর সবগুলো ই কেন্দ্র পরিদর্শন করবো কেন্দ্র পরিদর্শন করলে আসলে পুরো বিষয়টা বুঝতে পারব।

ভোটার সংখ্যা বৃদ্ধির ব্যাপারে তিনি জানান, আর কিছু কিছু ভবনে আর লম্বা লাইন আছে তবে কয়েকটি ব্যতিক্রমী অহল আছে যেখানে উপস্থিতির হারটা একটু কম তবে বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা বাড়বে বলে আমরা প্রত্যাশা করি।

শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা তাদের আচরণটা দায়িত্বশীলতার পালন করবে। আমরা বিশ্বাস করি অত্যন্ত স্বচ্ছতার সাথে ভোটের কার্যক্রম শেষ হবে।