জুলাই যোদ্ধাদের জাতীয় ‘বীর’ ঘোষণার দাবিতে সাতক্ষীরায় ডিসিকে স্মারকলিপি

সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে
সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে © টিডিসি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ‘বীর’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জুলাই যোদ্ধারা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি দেন মো. আবু হাসান, রাকিবুল ইসলাম, আবু বক্কার, আব্দুল আল ফারুক, রাশেদ, মুনিয়া প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁদের ‘জুলাই শহীদ’ (জাতীয় বীর) ও ‘জুলাই যোদ্ধা’ (আহত ও সংগ্রামী নাগরিক) হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

দাবিপত্রে আহতদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদানের পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারকে আজীবন সম্মান, আবাসন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। 

এ ছাড়া সত্য ও ন্যায় কমিশন গঠন, শহীদ পরিবার ও আহতদের জন্য কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা এবং প্রতিবছর ‘জুলাই গণতন্ত্র দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিও জানানো হয়।

স্মারকলিপির প্রস্তাবনায় উল্লেখ করা হয়, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আহতদের স্বপ্ন পূর্ণ হবে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ন্যায়, মানবতা ও গণতন্ত্রের ভিত্তিতে।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে দাবিগুলো সরকারের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।