এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে ছাত্রদল নেতা হামিমের সমর্থন

ইনসেটে শেখ তানভীর বারী হামিম
ইনসেটে শেখ তানভীর বারী হামিম © টিডিসি সম্পাদিত

অন্তর্বর্তী সরকারকে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। বুধবার (১৫ অক্টবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আহবান জানান তিনি। 

পোস্টে হামিম লেখেন, শিক্ষকগণ কোন করুণা চাননি, চেয়েছেন ন্যায্যতা। অন্তর্বর্তীকালীন সরকার উনাদের যতটুকু দাবি তা এ মুহুর্তেই পূরণ করা সম্ভব, প্লিজ মেনে নিন।

এদিকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর ফলে শাহবাগ ও আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে। 

তবে শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দুপুর ২টা ৩ মিনিটে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। বর্তমানে তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৪০মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ। এই দাবিগুলোর বাস্তবায়নে সরকার এখনো প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা।