আজই প্রজ্ঞাপন চান শিক্ষকরা, সম্ভাবনা কতটুকু?

শহীদ মিনারে শিক্ষকরা
শহীদ মিনারে শিক্ষকরা © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজ বুধবারের মধ্যে জারির দাবি জানিয়েছেন। তবে আজ এ প্রজ্ঞাপন জারি হবে কি না তা এখনো নিশ্চিত করতে পারেনি শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত দুই মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারেই বৃদ্ধি করা হবে। তবে প্রজ্ঞাপন কবে হবে সেটি নিশ্চিত করতে পারেনি সূত্র দুটি।

শিক্ষকদের একটি সূত্র বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা আপাতত বাড়ি ভাড়া ৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন। আগামী জুলাই মাসে এটি ১০ শতাংশে উন্নীত করা হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে : আজীজি

নাম অপ্রকাশিত রাখার শর্তে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের এক যুগ্ম আহবায়ক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন উপসচিব কল করেছিলেন। তিনি ৫ শতাংশ বৃদ্ধির পরিপত্র জারির কথা বলেছেন।’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মচারীরা। কর্মসূচির এক পর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসেন তারা। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। 

এ ঘোষণার পর শিক্ষকদের প্রেস ক্লাব থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। প্রতিবাদে সোমবার থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন শুরু করেন শিক্ষক কর্মচারীরা। আজ তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন।