বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে কমিটি গঠন

বুয়েট ক্যাম্পাস ও লোগো
বুয়েট ক্যাম্পাস ও লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রথম ধাপের অংশ হিসেবে ভর্তি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে। ভর্তি কমিটির চেয়ারম্যান হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিল দায়িত্ব গ্রহণ করেছেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া।

আরও পড়ুন: বিএনপি-জামায়াত-আ. লীগের মূলধারায় নেতৃত্ব দিচ্ছেন যেসব রাকসু নেতা

তিনি বলেন, ‘ভর্তি প্রক্রিয়া বুয়েট প্রশাসন দুটি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে ভর্তি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। সম্প্রতি উপাচার্যের উপস্থিতিতে একটি সভায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিলকে ভর্তি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছ। ভর্তি কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘পরের ধাপে ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া ভর্তি কমিটি এগিয়ে নেবে। প্রক্রিয়ায় অংশ হিসেবে মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত তারিখ ঠিক করবেন, যা একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করবেন তারা। একাডেমিক কাউন্সিল সেই তারিখ অনুমোদন করতে পারে কিংবা প্রয়োজনে নতুন কোনো তারিখ নির্ধারণ করতে পারে। ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত তারিখ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।’