আন্দোলনে সংহতি জানিয়ে তা’মীরুল মিল্লাতের শিক্ষকদের ক্লাস বর্জন
- ১৫ অক্টোবর ২০২৫, ১১:২১
শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করেছেন। জানা গেছে, বুধবার সকালে প্রথম ঘণ্টার ক্লাস অনুষ্ঠিত হলেও পরে শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করে শিক্ষকরা কর্মবিরতিতে যোগ দেন।
মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. সালমান ফারসি বলেন, ‘এই সরকার থেকে এমন আচরণ আশা করিনি—যেখানে শিক্ষকদের গায়ে হাত তোলা হবে, তাদের মারধর করে রক্তাক্ত করা হবে। শিক্ষকরা কোনো দাবি নিয়ে এলে তাদের সঙ্গে প্রহসন করা হয়। আমরা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই এবং তাদের সকল যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।’
আরও পড়ুন: ব্লকেড কর্মসূচি, শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষকরা
তিনি আরও বলেন, ‘বর্তমানে শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা অযৌক্তিকভাবে কম। এখন মাত্র ১,০০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়—যা দিয়ে একটি মুরগির খোপও ভাড়া নেওয়া যায় না। আবার মেডিকেল ভাতা মাত্র ৫০০ টাকা, যেখানে একজন ডাক্তারের ভিজিট ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। এটি নিঃসন্দেহে একটি চরম অন্যায় ও অবিচার। স্বাধীনতার পরবর্তী সময়ে শিক্ষকদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে বাড়িভাড়া ও ভাতা ২০ শতাংশ বৃদ্ধি করতে হবে।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।