ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা
জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জগন্নাথ হলের অক্টোবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টায় এ শ্রদ্ধা নিবেদন জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমনসহ শতাধিক নেতাকর্মী।

প্রসঙ্গত, প্রতিবছর ১৫ অক্টোবরকে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ১৯৮৫ সালের এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৪০জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় অনেকে আহত হন। নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই মূলত দিবসটি পালিত হয় এবং এদিন বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকে।