বেরোবির নামে ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন

বেরোবি লোগো
বেরোবি লোগো © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নাম ও লোগো ব্যবহার করে একাধিক অননুমোদিত ফেসবুক পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্ট পরিচালনার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। এসব প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। অননুমোদিত এসব ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন সামাজিক মাধ্যম পেইজ ও গ্রুপ থেকে প্রচারিত ভুল তথ্যের কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী ও জনগণ বিভ্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন: কলেজটির ৭০ শিক্ষকের মধ্যে ৫৫ জনের সনদই জাল, তালিকায় অধ্যক্ষও

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বেরোবির অফিসিয়াল তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (https://brur.ac.bd/) এবং অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.com/pr.brur) থেকে প্রকাশ করা হয়। অননুমোদিত কোনো ফেসবুক পেইজ, গ্রুপ বা অ্যাকাউন্টের সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৫তম সভায় বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে চালু থাকা ফেসবুক পেইজ, গ্রুপ ও অ্যাকাউন্টের অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট অ্যাডমিন ও মডারেটরদের আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে তাদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।