হংকংয়ে জয়ের স্বপ্নভঙ্গ, তবে আক্ষেপ ঘুচল বাংলাদেশের

বাংলাদেশ দল
বাংলাদেশ দল © সংগৃহীত

ঢাকায় হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশ নিয়ে সমালোচনায় পড়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। হংকংয়ে ফিরতি লেগে সেই ভুলের আর পুনরাবৃত্তি করেননি তিনি। শুরু থেকেই হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদরা মাঠে নামেন। তবু জয় নয়, সমতায়ই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে হংকংয়ের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। এই সমতায় স্বস্তি এলেও মূলপর্বে জায়গা করে নেওয়ার পথ কঠিন হয়ে গেল।

ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ৩৬তম মিনিটে ডি-বক্সে হংকংয়ের এক খেলোয়াড়কে ফাউল করেন তারিক কাজী। রেফারি পেনাল্টি দেন, আর তা থেকে ম্যাট ওর গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন। সেই গোলেই প্রথমার্ধ শেষ করে হংকং।

দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে বাংলাদেশ। ৭৫ মিনিটে বাজে ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এক হংকং খেলোয়াড়। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে আক্রমণে চাপে রাখে বাংলাদেশ। অবশেষে ৮৪ মিনিটে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে লাল-সবুজেরা।

শেষ পর্যন্ত আর গোল না পেয়ে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে বাংলাদেশ। ঢাকায় আগের ম্যাচের হতাশা কিছুটা ঘোচালেও হংকংয়ের মাটিতে জয়ের স্বপ্ন পূরণ হয়নি ক্যাবরেরা শিষ্যদের।