র‍্যাবের অভিযানে ৬ মাস পর  হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার রমেশ মাঝি
গ্রেপ্তার রমেশ মাঝি © সংগৃহীত

ছয় মাস আগে পটুয়াখালীর বাউফলে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম নামের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় করা হত্যা মামলার আসামি রমেশ মাঝিকে (৩২) ছয় মাস পর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব-৮।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা দুইটার দিকে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন বাজারে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বাউফল থানার উপপুলিশ পরিদর্শক মাসুদ খলিফা জানান, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামের নিহত শাহ-আলমের ছাগল একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুই পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে দেশি অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন শাহ-আলম। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রায় এক মাস পর নিহত হন ভুক্তভোগী শাহ-আলম। 

ঘটনার পর বাউফল থানার হামলার মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন। 

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি রমেশ মাঝিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে—তাকে বাউফল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’