হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নামার আগে সুখবর পেল টাইগাররা

বাংলাদেশ দল
বাংলাদেশ দল © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ (১৪ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। অবশ্য, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল স্বাগতিকরা।  এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আফগান ব্যাটার রহমত শাহ।

একইসঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকেও ছিটকে গেছেন রহমত। এই ব্যাটারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

জানা গেছে, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। মূলত বাম কাফ মাসলের চোটে ছিটকে গেছেন রহমত।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান রহমত। শুরুর দিকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন। পরবর্তীতে আবারও মাঠে নামলেও চোটের কারণে এক বল খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। এই যাত্রায় অবশ্য হুইলচেয়ার করে মাঠ ছাড়তে হয় তাকে। 

এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেতে ফিফটি করে আফগানদের জয়ে বড় অবদান রেখেছিলেন রহমত।