আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর, প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহের ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তিন দিন। আগামী ১৯ খেকে ২১ অক্টোবর প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। ২৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: এক নজরে জেনে নিন ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ-কেন্দ্র-আবেদন যোগ্যতাসহ আদ্যোপান্ত

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েব পোর্টাল (http://dgme.teletalk.com.bd) থেকে আগামী ১৯ অক্টোবর (সকাল ১০টা) হতে ২১ অক্টোবর (রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত ডাউনলোড করা যাবে।