সরকার গঠনে বিএনপির সম্ভাবনা ৪০ শতাংশ,  জামায়াত-আওয়ামী লীগ-এনসিপি কত

 বিএনপি, জামায়াত , এনসিপি ও আওয়ামী লীগের লোগো
বিএনপি, জামায়াত , এনসিপি ও আওয়ামী লীগের লোগো © টিডিসি সম্পাদিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা বলে মনে করেন ৪০ শতাংশ ভোটার। সম্প্রতি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং এর এক জরিপের দ্বিতীয় দফার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন। গত ২-১৫ সেপ্টেম্বর জরিপটি পরিচালনা করা হয়। 

 সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে অনুষ্ঠিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোল টেবিল আলোচনায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। 

জরিপে দেখা গেছে, ৪০শতাংশ ভোটার মনে করছেন, আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। ২৩.৩ শতাংশ ভোটার মনে করেন, আগামী সরকার গঠনের জন্য দলটি যোগ্য। আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন ১২.১ শতাংশ।  এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) পেয়েছে ৩.৮ শতাংশ সমর্থন এবং অন্যান্য দলের জন্য রয়েছে ৫ শতাংশ সমর্থন। 

এর আগে মার্চ মাসের জরিপে দেখা যায়, বিএনপির প্রতি  সমর্থন ছিল ২৯.৩ শতাংশ ভোটারের। জামায়াতকে সমর্থন দিয়েছিল ১৭.৫ শতাংশ ভোটার। আওয়ামী লীগ ও এনসিপির প্রতি সমর্থন ছিল যথাক্রমে ৬.৩ ও ৩.৯ শতাংশ ভোটারের।