কারিগরির রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময়সূচি প্রকাশ, দেখুন ১৩ অঞ্চলের তারিখ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১৩ অঞ্চলভিত্তিক আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

রবিবার (১২ অক্টোবর) বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালিত প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ হবে।

নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বোর্ডের রেজিস্ট্রেশন শাখা (কক্ষ নম্বর: ৫০৪ ও ৫০৩) হতে বিতরণ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা অথবা তাদের মনোনীত গ্রহীতাকে নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: মাউশি ভেঙে হচ্ছে দুটি অধিদপ্তর, সম্মতি প্রধান উপদেষ্টার

রেজিস্টেশন কার্ড গ্রহণের সময় যা অবশ্যই জমা দিতে হবে

১. উপসচিব (রেজিস্ট্রেশন) বরাবর আবেদন।

২. ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণপত্রের ফটোকপি।