প্যানেলে নয়, একাই লড়ছেন চাকসু সচল আন্দোলনের নেতৃত্ব দেওয়া তাহসান

একাই লড়ছেন চাকসু সচল আন্দোলনের নেতা তাহসান
একাই লড়ছেন চাকসু সচল আন্দোলনের নেতা তাহসান © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পেয়েছিলেন তাহসান হাবিব। কোনো প্যানেলে না গিয়ে নির্বাচনে স্বতন্ত্রভাবে দপ্তর সম্পাদক পদে লড়ছেন তিনি। তার দাবি, প্যানেলে অন্তর্ভুক্ত হলে দায়বদ্ধতার বিষয়টিও মাথায় রাখতে হয়। কেবল শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে চান বলে কোনো প্যানেলে অংশ নেননি। শিক্ষার্থীদের পছন্দ হিসেবে এ পদে এগিয়েও রয়েছেন তাহসান।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাহসান হাবিব ক্যাম্পাসে একজন বিপ্লবী ছাত্র হিসেবে পরিচিত। ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসির প্রতিবাদে চাকসু ভবনের নাম ফলকে ‘জোবরা ভাতঘর এন্ড কমিউনিটি সেন্টার’ শীর্ষক ব্যানার টেনে আলোচনায় এসেছিলেন তিনি।

চাকসু আদায়ের আন্দোলনই নয়, ছোট বেলা থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তাহসান। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক এক্টিভিজম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। এরপর নিরাপদ সড়ক আন্দোলন, ২০২১ সালে মোদির আগমনবিরোধী আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সকল আন্দোলনে অংশ নেন।

বিশেষ করে মোদিবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করার কারণে তৎকালীন ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতাদের চক্ষুশূলে পরিণত হন তিনি। সে সময় তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেওয়া হয়। কিন্তু দমে না গিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠিত যৌন নিপীড়নবিরোধী আন্দোলনসহ অন্যান্য আন্দোলনেও সক্রিয় থাকেন তিনি।

তাহসান হাবিব জুলাই গণ‌অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হন। ৫ আগস্টের অভ্যুত্থানের পর চাকসু সচল করাসহ ৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলেন। প্রতিষ্ঠা করেন রাজনীতি সচেতন শিক্ষার্থীদের অরাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম বিপ্লবী ছাত্র ঐক্য। সামাজিক আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ রয়েছে তাহসানের। তিনি ‘আলোকিত সমাজ’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের সঙ্গেও জড়িত ছিলেন তাহসান হাবিব। কাজ করেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিপীড়নবিরোধী যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগের সঙ্গেও।

স্বতন্ত্রভাবে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তাহসান হাবিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্যানেলে গেলে অনেক প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতার ব্যাপার থাকে। আমি কোনো প্যানেল বা সংগঠনের কাছে দায়বদ্ধ হতে চাই না। আমার জবাবদিহির একমাত্র কেন্দ্র হবে শিক্ষার্থীরা।

এ পদে শিক্ষার্থীরা কেন তাকে বেছে নেবে, এমন প্রশ্নে তিনি বলেন, পূর্বে আমি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি। অধিকার আদায়ে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে। ফলে নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোতে সবচেয়ে সোচ্চার থাকব। এক্ষেত্রে দপ্তরকে বেছে নেওয়ার একটা কারণ হলো নির্বাচিত অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করা সহজ হবে। এছাড়া দাপ্তরিক কাজের ক্ষেত্রেও আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য যে ক্যালিবার থাকা উচিত, আমার সেটি রয়েছে। আমি সমস্যাগুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব।