পাবিপ্রবি ক্যাম্পাসে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে শিক্ষার্থীরা
- ১২ অক্টোবর ২০২৫, ২২:১১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যাম্পাসজুড়ে বেড়েছে কুকুরের অবাধ বিচরণ। দিন-রাত ক্যাম্পাসজুড়ে কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীদের আড্ডার স্থান মুক্তমঞ্চ, শহীদ মিনার, স্বাধীনতা চত্বরসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি প্রান্তেই দেখা মেলে অসংখ্য কুকুরের। দিনের বেলায় কিছুটা স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় কুকুরের সংখ্যা ও আধিপত্য। ফলে রাতের দিকে শিক্ষার্থীদের চলাফেরায় দেখা দেয় আতঙ্ক।
সম্প্রতি স্বাধীনতা হলে একটি অসুস্থ কুকুর অবস্থান করছে বলে জানা গেছে। হলের শিক্ষার্থীরা জানান, অসুস্থ কুকুরটি প্রায়ই টয়লেট ঢুকে পড়ে, কখনো শিক্ষার্থীদের কক্ষেও প্রবেশ করে। এতে তারা চরম ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। বিষয়টি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
স্বাধীনতা হলের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রুবেল বলেন, ‘হলের ভেতরে যে অসুস্থ কুকুরটা ঘোরাফেরা করছে, সেটি এখন বড় ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতের দিকে ঘর থেকে বের হতে ভয় লাগে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
একই হলের আরেক শিক্ষার্থী রতন আহমেদ বলেন, ‘আমরা বহুবার বিষয়টা প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু স্বাধীনতা হল নয়, পুরো ক্যাম্পাসেই কুকুরের উৎপাত বেড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’
ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য কুকুরগুলোকে নিয়ে যেতে হবে। আমরা যোগাযোগ করছি। আশা করি কয়েক দিনের মধ্যে হয়ে যাবে।’
স্বাধীনতা হলের প্রভোস্ট ড. মো. শাহজাহান আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব কটি কুকুরকে নিয়েই কাজ চলছে। ছাত্র উপদেষ্টা দপ্তর বিষয়টি দেখছেন। আর হলের অসুস্থ কুকুরটি আছে, সেটিকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের বলে দেব।’