মাউশি ভেঙে হচ্ছে দুটি অধিদপ্তর, সম্মতি প্রধান উপদেষ্টার

মাউশি
মাউশি © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর হচ্ছে। একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অপরটি কলেজ শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য মোট ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ২টি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে- Rules of Business, 1996 অনুসরণপূর্বক গঠিতব্য অধিদপ্তরসমূহের কার্যতালিকা (Allocation fo Business) প্রণয়ন; নবগঠিত ২টি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো (organogram) প্রস্তুত; নবগঠিত ২টি অধিদপ্তরের কর্মবন্টন প্রস্তুত; টিওএন্ডই (Table of official & Equipment) নির্ধারণ।

কর্মকর্তাগণের সমন্বয়ে মোট ৬ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছে-আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সর:মাধ্য: অধি:) ও সদস্য-সচিব হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এছাড়া ৬ সদস্যদের মধ্যে রয়েছেন-শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নীচে নয়), অর্থ বিভাগ এর ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নীচে নয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধারণ প্রশাসন) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজেট)।