হাসনাত আবদুল্লাহ
হাসিনার জন্য স্লোগান দেওয়াদের অর্থের বিনিময়ে ঢাকা শহরে পোস্টিং দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- ১২ অক্টোবর ২০২৫, ১৭:৫২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পুরোনো সরকারের পথে হাঁটবে না, তাদের শিক্ষাবান্ধব সরকার হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছেন একজন প্রমোশন বান্ধব সরকার।
শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্যে করে এসময় তিনি বলেন, এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া ভালো ভালো? পুরানো ফ্যাসিস্ট আমলে যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে, ঢাকা শহরে ভালো ভালো পোস্টিংয়ে তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে।
বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে বৃদ্ধিসহ তিন দাবিতে আজ রবিবার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনি মন্ত্রণালয়ে যে বাদাম ও ফল-ফ্রুট খান প্রতিদিন সেই খরচের ন্যায় শিক্ষকরা বাড়ি ভাড়া চায়নি। ধরে নিচ্ছি ১২ হাজার ৫০০ টাকা তাদের বেতন। তার ২০ শতাংশ কত টাকা আসে? ২৫০০ টাকা আসে। আমি সাংবাদিক ভাইদের চ্যালেঞ্জ দিচ্ছি ঢাকা শহরের কোথাও এই টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে দেখান। মফস্বলেও এই টাকা দিয়ে হবে না। সেই জায়গায় ৫০০ টাকা বাসা ভাড়া। সকালে তো নাস্তা করলেই ১৫০ টাকা লাগে। এক কাপ চায়ের দাম এখন ১০ টাকা।